Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুন ২০২৫

শোক বার্তা


প্রকাশন তারিখ : 2025-06-09

 

 


আমরা মর্মাহত!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বোয়িং ৭৮৭ এর ক্যাপ্টেন মোঃ সাইফুজ্জামান গতকাল (রবিবার) ৮ জুন, কানাডায় স্থানীয় সময় বিকাল ০৩:০৬ মিনিটে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ক্যাপ্টেন মোঃ সাইফুজ্জামান-এর অকাল মৃত্যুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পরিবার গভীর শোক প্রকাশ করছে। তাঁর পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও অঙ্গীকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর জন্য ছিল গর্বের বিষয়। তাঁর এই অকাল প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
 

তাঁর পরিবারের অভিপ্রায় অনুযায়ী মরদেহ বাংলাদেশে আনয়নের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর টরন্টো অফিস কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড় যোগাযোগ করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।