Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত জরুরী ঘোষণা


প্রকাশন তারিখ : 2025-05-09

 

পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে। এমতাবস্থায়, বিমানের টরেন্টো, রোম এবং লন্ডনগামী ফ্লাইট সমুহের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। 

 

আজ ০৯ মে ২০২৫  থেকে ৩১ মে ২০২৫ খৃঃ তারিখ পর্যন্ত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টরেন্টো, লন্ডন এবং রোম ফ্লাইট সমুহের ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি নিম্নরুপ:

 

ঢাকা-টরেন্টো ফ্লাইট বিজি৩০৫/৩০৬:

ঢাকা থেকে প্রস্থান ০৩:৪৫ মিনিটের পরিবর্তে ০৩:০০ মিনিট (৪৫ মিনিট অগ্রগামী করা হয়েছে)। টরেন্টো থেকে প্রস্থান অপরিবর্তিত। 

 

ঢাকা লন্ডন ফ্লাইট বিজি২০১/২০২:

ঢাকা থেকে প্রস্থান ০৭:৪০ মিনিটের পরিবর্তে ০৭:০০ মিনিটে (৪০ মিনিট অগ্রগামী করা হয়েছে)। লন্ডন থেকে প্রস্থান অপরিবর্তিত। 

 

শুধু বৃহস্পতিবারের জন্য (ঢাকা লন্ডন) 

ঢাকা থেকে প্রস্থান ০৮:৫০ মিনিটের পরিবর্তে ০৮:১০ (৪০ মিনিট অগ্রগামী করা হয়েছে)।

 

ঢাকা রোম ফ্লাইট বিজি ৩৫৫/৩৫৬:

ঢাকা থেকে প্রস্থান ১১:৩০ মিনিটের পরিবর্তে ১০:৪৫ মিনিট। রোম থেকে প্রস্থান অপরিবর্তিত।

 

সম্মানিত যাত্রীদের বিদ্যমান পরিস্থিতিতে পরিবর্তিত সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সম্মানিত যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করছে।