বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা
০১। মুজিব বর্ষ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত মুজিব বর্ষের লোগো ও ছবি বিমানের প্রতিটি টিকিট ফোল্ডারে ও বোর্ডিং পাস-এ ছাপা হবে।
০২। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে ১৭ মার্চ হতে ৩১ জুলাই ২০২০ পর্যন্ত বিশেষ সেবা পক্ষ পালন করা হবে।
০৩। উড়োজাহাজের অভ্যন্তরে ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট-এর প্রতিটি সিটের এলইডি মনিটরে মুজিব বর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর উপর ০২ মিনিটের ভিডিও, লোগো ও ছবি (বাধ্যতামূলকভাবে মনিটর অন করার পর) প্রদর্শন করা হবে।
০৪। ১৭ নভেম্বর ২০২০ মুজিব বর্ষ উপলক্ষ্যে বিমান প্রধান কার্যালয় বলাকায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
০৫। মুজিব বর্ষ উপলক্ষ্যে ২০২০ এর মার্চ হতে ২০২১ এর মার্চ পর্যন্ত প্রতি মাসের ১৭ তারিখে ১৭ টি রুটের প্রতিটিতে ১৭ জন যাত্রীকে (শুধুমাত্র ওয়েবসাইটে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য) আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তাদের টিকিট-এর উপর ১৭% ছাড় দেয়া হবে।
০৬। মুজিব বর্ষ উপলক্ষ্যে বিশেষভাবে তৈরি লিফলেট/ফ্লায়ার উড়োজাহাজের যাত্রীদের প্রতি সিটের পিছনের পকেট-এ থাকবে।
০৭। মুজিব বর্ষ পালন উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২০- ১৭ মার্চ ২০২১ পর্যন্ত প্রতি মাসের ১৭ তারিখে বাংলাদেশ হতে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের মুজিব বর্ষের লোগো সম্বলিত উপহার প্রদান করা হবে।
০৮। মুজিব বর্ষ উপলক্ষ্যে বিশেষ বুকলেট মুদ্রণ করা হবে।