১.১ রূপকল্প (Vision):
বাণিজ্যিক এয়ারলাইন্স হিসেবে বিশ্বমানের পরিসেবা প্রদান।
১.২ অভিলক্ষ্য (Mission):
নিরাপদ, মানসম্পন্ন এবং উন্নতমানের আকাশপথে পরিবহন, ব্যবসা সম্প্রসারন এবং আন্তর্জাতিকভাবে যাত্রী পরিবহনের মাধ্যমে মুনাফা অর্জন করা।
১.৩ কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives) :
১. নিরাপদ ও মানসম্পন্ন সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন।
২. প্রতিষ্ঠানের সম্পদের সর্বোচ্চ ব্যবহার।
৩. ব্যবসা সম্প্রসারণ ও মুনাফা সর্বোচ্চকরণ।
৪. অভ্যন্তরীণ প্রসেসসমূহের কার্যকারিতা ও সক্ষমতা বৃদ্ধি ।
১.৪ কার্যাবলী (Functions) :
১. অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে নিরাপদ, দক্ষ, পর্যাপ্ত, সাশ্রয়ী এবং সমন্বিত আকাশ পরিবহন সেবা প্রদান করা, ক্রয় ও লীজ গ্রহণের
মাধ্যমে উড়োজাহাজ সংগ্রহ,ব্যবহার ও উড়োজাহাজ এবং অন্যান্য যানবাহনের মেরামত, ওভারহোল, রিকন্ডিশন এবং সংযোজন করা ।
২. উড়োজাহাজ ইঞ্জিন,avionics,যোগাযোগ সরঞ্জাম ও যানবাহনের যন্ত্রাংশ এবং অন্যান্য যন্ত্রপাতি সংযোজন, উৎপাদন,
পুনঃব্যবহারযোগ্য করা, পরীক্ষা-নিরীক্ষা করা এবং মেরামত করা ।
৩. যে কোন এয়ারলাইন্সকে অথবা আকাশপথে পরিবহন সংস্থাকে গ্রাউন্ডসাপোর্ট সেবা প্রদান করা।
৪. খাদ্য সরবরাহকারী হিসাবে এয়ারলাইন্স ও অন্যান্য প্রতিষ্ঠানকে সরবরাহ করা।
৫. বাণিজ্যিক উদ্দেশ্যে পোল্ট্রি ও অন্যান্য খামার পরিচালনা করা।
৬. আকাশ পরিবহন পরিসেবা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে যথোপুযুক্ত প্রশিক্ষণ প্রদানের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরী করা।
৭. এয়ারলাইন্স পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করা।